বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ

বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ

এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন ভাষাকে সুন্দর করতে তুলতে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করে । একটি বাক্যকের অর্থে কে সঠিক রেখে একটি শব্দে তার অথের কোন পরিবর্তন না করে প্রকাশ করা হল এক কথায় প্রকাশ । আমাদের দেশের বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ গুলো আপনাদের জন্য দেওয়া চেষ্ঠা করেছে । আশা করি বাক্য সংকোচন গুলো আপনাদের প্রয়োজন হবে ।

Table of Contents

গুরুত্বপূর্ন এক কথায় প্রকাশ তালিকা

  1. অনেকের মধ্যে একজন – অন্যতম
  2. অনুকরণ করার ইচ্ছা – অনুচিকীর্ষা
  3. অক্ষির সমীপে – সমক্ষ
  4. ইন্দ্রিয়কে জয় করেছে যে – জিতেন্দ্রিয়
  5. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি – ইতিহাসবেত্তা
  6. উপকারীর অপকার করে যে – কৃতঘ্ন
  7. কর্মে যাহার ক্লান্তি নাই – অক্লান্তিকর্মী
  8. কষ্ঠে লাভ হয় যা- দুলভ
  9. খেয়া পার করে যে – পাটনী
  10. নষ্ঠ হওয়া স্বভাব যার – নশ্বর
  11. নূপুরের ধ্বনি – নিক্বণ
  12. পাওয়ার ইচ্ছা – ঈপ্সা
  13. ফল পাকলে যে গাছ মারা যায় – ওষধি
  14. মুক্তি পেতে ইচ্ছুক – মুমুক্ষু
  15. মৃতের মত অবস্থা যার – মুমূর্ষু
  16. যা পূর্বে ছিল এখন নেই – ভূতপূর্ব
  17. যা আঘাত পায়নি – অনাহত
  18. যা চিরস্থায়ী নয় – নশ্বর
  19. যা স্থায়ী নয় – অস্থায়ী
  20. যা কোথাও উঁচু কোথাও নিচু – বন্ধুর
  21. যা চেটে খেতে হয় – লেহ্য
  22. যা সহজে অতিক্রম করা যায় না – দুরতিক্রম্য
  23. যা লাফিয়ে চলে – প্লাবগ
  24. যা পূর্বে কখনো হয়নি – অভূতপূর্ব
  25. যা বলা হয়নি – অনুক্ত
  26. যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান
  27. যার চক্ষু লজ্জা নেই – নির্লজ্জ  
  28. যা চুষে খাওয়া হয় – চুষ্য
  29. যার কোনো উপায় নেই – নিরুপায়
  30. যার অন্য উপায় নেই – অনন্যোপায়
  31. যার বাসস্থান নেই – উদ্বাস্তু
  32. যার আগমনের কোনো তিথি নেই – অতিথি
  33. যার দুই হাত সমান চলে – সব্যসাচী
  34. যে শুনে মনে রাখতে পারে – শ্রুতিধর
  35. যে নারীর হাসি সুন্দর – সুস্মিতা
  36. যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা
  37. যে বিষয়ে কোন বিতর্ক নেই – অবিসংবাদী
  38. যে মেয়ের বিয়ে হয়নি – অনূঢ়া
  39. যে পুরুষ বিয়ে করেছে – কৃতদার
  40. যে উপকারীর উপকার স্বীকার করে – কৃতজ্ঞ
  41. যে নারীর স্বামী  বিদেশে থাকে – প্রোষিতভর্তৃকা
  42. যে বন হিংস্র জন্তুতে পরির্পর্ণ – শ্বাপদসংকুল
  43. যে সকল অত্যাচার সয়ে যায় – সর্বংসহা
  44. যে ভবিষ্যত না ভেবেই কাজ করে – অবিমৃষ্যকারী
  45. যে ভূমিতে ফসল জন্মায় না – ঊষর
  46. লাভ করার ইচ্ছা – লিপ্সা
  47. সাপের খোলস – নির্মোক
  48. হাতির ডাক – বৃংহিত
  49. হরিণের চামড়া – অজিন
  50. ক্ষমার যোগ্য –ক্ষমাহ

আমরা বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ লেখাটি আপডেট করার চেষ্টা করবো  । লেখার ভেতর কোন ভুল থাকলে ক্ষামার দৃষ্টিতে দেখবেন এবং চায়লে আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন ।

ধন্যাবাদ

আরো দেখুন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩