এক কথায় প্রকাশ ৫ম শ্রেণি পড়াশোনা

এক কথায় প্রকাশ ৫ম শ্রেণি ছবি

পঞ্চম শ্রেণী ছাত্র-ছাত্রীদের পরীক্ষার জন্য  এক কথায় প্রকাশ বেশ গুরুত্বপূর্ণ । যেখানে পরীক্ষায় ৫ নম্বর লিখতে হয় । বিভিন্ন পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ ৫ম শ্রেণি শিক্ষার্থ জ্ন্য নিচে দেওয়া হলো । তবে যারা চাকুরি পারীক্ষা দিয়ে থাকেন তারাও এ এক কথায় প্রকাশ গুলো জেনে নিতে পারেন ।

Table of Contents

তালিকা এক কথায় প্রকাশ ৫ম শ্রেণি জ্ন্য

নদী মাতা যার – নদীমাতৃক

মনের ইচ্ছা – সাধ

নদী ও সাগরের ঢেউ – ঊর্মি

এক যুগ থেকে আরেক যুগ – যুগান্তর

চাঁদের দেশ – চন্দ্রলোক

ভাল কাজে কীবন দান করেছে এমন – শহিদ

পাখির ডাকাডাকির আওয়াজ – কিচিরমিচির

কাঠের তৈরি খাট – খাটিয়া

বীরদের মধ্যে শ্রেষ্ঠ – বীরশ্রেষ্ঠ

অন্য দেশ – দেশান্তর

অন্যায়ের শিকার – নির্যাতিত

কোনোভাবেই পূরণ করা যায় না এমন – অপূরণীয়

যার মূল্য নির্ধারণ করা যায় না – অমূল্য

মাথা নত করে অভিবাদন করা – কুর্নিশ

অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা – গণহত্যা

যেখানে অনেক লোক একসাথে বাস করে- লোকালয়

রক্ত দিয়ে লাল করা হয়েছে যা – রক্তঞ্জিত

যার শত্রু জন্মায়নি – অজাতশত্রু

অর্থ নেই যার – অনর্থ

খেতে ভালো লাগে এমন – স্বাদ

যা কষ্টে ভেদ করা যায় – দুর্ভেদ্য

যা লোপ পেয়েছে – অবলুপ্ত

একের সঙ্গে অন্যের – পরস্পরের

যাঁরা ইতিহাস লেখেন বা ভালো জানেনে – ঐতিহাসিক

স্বাধীন নয় – পরাধীন

রেখা দিয়ে আঁকা ছবি – নকশা

প্রাচীর ঘেরা সেনানিবাস – দুর্গ

বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন – ফেরিওয়ালা

যে কাহিনি কল্পনা করে লেখ হয় – কল্পকাহিনি

অহংকর নেই যার – নিরহংকার

চোখে দেখতে পায় না এমন – অন্ধ

খেতে মজা নয় এমন – বিস্বাদ

জলে চরে যা – জলচর

কল্পনা করা যায় না এমন – কল্পনাতীত

মেধা আছে যার – মেধাবী

একত্রে অনেক লোকের অবস্থান – জমায়েত

সমুদ্রের তীরে বালুময় স্থান –বেলাভূমি

যার তুলনা হয় না – অতুলনীয়

বিদেশে থাকে যে – প্রবাসী

জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি – প্রান্তর

প্রবল প্রতাপের সঙ্গে – দাপটে

কোনো রকম বিচার – বিবেচনা ছাড়া – নির্বিচারে

বরণ করার যোগ্য – বরেণ্য

অল্প কথা বলে যে – অল্পভাষী

যা কষ্টে লাভ করা যায় – কষ্টসাধ্য

আকাশে চরে যে – খেচর

মমতা আছে যে নারীর – মায়াবতী

সোনালি রঙের বুনো লতা – স্বর্ণলতা

এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক – কড়ি
তলোয়ার দিয়ে যুদ্ধ করার যে বিদ্যা – অসিচালনা

নানা ধরনের পাখি – পাখপাখালি

সাদরে গ্রহণ – বরণ

গল্পগুজব করার আসর – মজলিশ

পান করার ইচ্ছা – পিপাসা

জানার ইচ্ছা – জিজ্ঞাসা

উপকার করেন যিনি – উপকারী

কোকিলের ডাক – কুহু

 যে বেশি কথা বলে – বাচাল

যা আসল নয় – নকল

জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ – পান্ডিত্যপূর্ণ

যেখানে রাজার হতি রাখা হয় – হাতিশাল

যা হবেই – অধবারিত

শক্তি আছে যার – শক্তিধর

আমরা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ ৫ম শ্রেণি জন্য দেওয়ার চেষ্ঠা করেছি যে গুলো বার বার আসে । আসা করি আপনারা এ গুলো অনুশীলন করলে পরীক্ষায় কমন আসবে । তবে আপনি চায়লে আরো এক কথায় প্রকাশ দেখতে পারেন ।

আরো পড়ুন বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ